ডোমেইন এর বয়স চেক করবেন কিভাবে? Domain Age Checker.

প্রতিনিয়ত আমরা অসংখ্য ওয়েবসাইট ভিজিট করে থাকি। তারমধ্যে এমনও সব ওয়েব সাইট আছে যেগুলো অনেক বছর পুরোনো ওয়েবসাইট। এ ওয়েবসাইট গুলো আমরা প্রায়শ ভিজিট করে থাকলেও আমাদের বেশিরভাগের ই জানা নেই যে উক্ত ওয়েবসাইট এর ডোমেইনের বয়স কত। 

আজকের পোস্ট টা মূলত ডোমেইন এর বয়স চেক করা নিয়েই! আজকে আমরা দেখবো কিভাবে একটি ডোমেইন এর মোট বয়স চেক করতে হয়।

 

ডোমেইন এর বয়স চেক করবেন কিভাবে?

ডোমেইন এর বয়স চেক করার জন্য আমাদের একটি অনলাইন টুলস ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে। এই টুলস ওয়েবসাইটের নাম – WHATSMYDNS.NET

 

লিংক – ( ডোমেইন এর বয়স চেক ডিরেক্ট লিংক ) https://www.whatsmydns.net/domain-age 

 

প্রথমে উক্ত লিংক টিতে প্রবেশ করুন –

ডোমেইন এর বয়স চেক

 

তারপর আপনি যেই ডোমেইন এর বয়স চেক করতে চান সেই ডোমেইন এর নাম টা দিন। Example – techtunes.com তারপরে Search লেখায় click করুন।

ডোমেইন এর বয়স চেক

 

সার্চ লেখায় click করার পর ডোমেইন এর বয়স টা দেখতে পাবেন।

ডোমেইন এর বয়স চেক

এটা একদম ভ্যালিড একটা Domain Age checker টুল। সকল তথ্য একদম নির্ভুল।

ডোমেইন এর বয়স চেক

তবে যেসব  ডোমেইন Cloudflare এ add করা থাকবে তাদের ডোমেইন এর বয়স দেখাবে না।

 

Heads Up!

আপনারা যারা কম দামে ভালো মানের হোস্টিং বা বিজনেস, এন্টারপ্রাইজ লেভেলের হোস্টিং খুজছেন তারা  আমারহোস্টার.কম থেকে হোস্টিং নিতে পারেন। 

আর আমারহোস্টার থেকে .xyz ডোমেইন মাত্র 75 টাকায় কিনতে পারবেন। এবং বহনযোগ্য দামে সেটা আবার রিনিউ করতে পারবেন। তাই আপনার পছন্দের ডোমেইন নেম ফুরিয়ে যাবার আগেই রেজিঃ করে নিন।

 

Leave a Comment