Online Business এর জন্য কোন হোস্টিং প্যাকেজ সেরা?

Online Business !!

অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠা করার কথা ভাবছেন? 🤔

বতর্মান সময়ে আপনার যেকোনো উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ পর্যায়ের ব্যবসা অনেক দূর পযর্ন্ত পৌঁছনোর জন্য এবং খুব তাড়াতাড়ি বেশি লাভ করার জন্য ওয়েবসাইটের কোনো বিকল্প নেই! একমাত্র সঠিক গাইডলাইন এবং পরিপূর্ণ একটি ওয়েবসাইট ই পারে আপনার ব্যবসা কে অনেক দূর পযর্ন্ত প্রসারিত করতে। শুধু অঞ্চল ভিত্তিকই না বরং দেশ ভিত্তিক এমনকি বৈশ্বিকভাবেও আপনার ব্যবসাকে এগিয়ে রাখতে সাহায্য করবে অনলাইন দুনিয়ার এই ওয়েবসাইট !

আপনার ব্যবসার জন্য সঠিক ভাবে একটি ওয়েবসাইট কিভাবে বানাবেন?

 

একটি বিজনেস ওয়েবসাইট বানাতে প্রথমেই আপনার ডোমেইন এবং হোস্টিং এর দরকার হবে। এই দুটো জিনিস হলেই আপনি একটি business website খুব সহজেই বানাতে পারবেন। কিন্তু একটি business website তৈরি করার জন্য আপনার খুব ভালো মানের হোস্টিং দরকার। কারণ নিম্নমানের হোস্টিং কখনোই আপনাকে আপনার প্রত্যাশা অনুযায়ী সার্ভিস দিবে না। তাই এই বিষয়টি মাথায় রেখে ওয়েবসাইট তৈরি করতে হবে। নিম্নমানের হোস্টিং এর একটা ভিজিটর কখনো attract বা engaged হবে না।

 

নিম্নমানের হোস্টিং ব্যবহারে কেনো আপনার ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক থাকবে না?

 

1. Website Speed

Website Speed

কাস্টমার সব সময় চাইবে সে যেনো আপনার ওয়েবসাইট থেকে খুব দ্রুত রে কোনো প্রোডাক্ট কিনতে পারে। কোনো দেরি যাতে সেখানে না হয় ! ওয়েবসাইটের Speed যত বেশি হবে ভিজিটর তত তাড়াতাড়ি প্রোডাক্ট কিনতে পারবে এবং আপনার ওয়েবসাইটে দীর্ঘক্ষণ অবস্থান করতে স্বচ্ছন্দ্য বোধ করবে। এর ফলে আপনার সেলস বাড়বে। তাই অবশ্যই একটি business website এর ক্ষেত্রে ভালো মানের এবং দ্রতগতি সম্পন্ন হোস্টিং ব্যবহার করতে হবে।

এ ক্ষেত্রে আপনি যদি নিম্নমানের ধীরগতির হোস্টিং ব্যবহার করেন তাহলে ভিজিট / বায়ার আপনার ওয়েবসাইটে ভালো ভাবে কোনো প্রোডাক্ট কিনতে পারবে না। যার ফলে ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে।

তাই অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটি speed সমৃদ্ধ হোস্টিং কিনতে হবে !

 

2. Website Security

Secure Connection

 

Business Website এর ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট টির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটে যদি SSL ( Secure Socket Layer ) না থাকে তাহলে আপনার ওয়েবসাইট টাকে অনেক বায়ার ই নিরাপদ মনে করবে না। কারণ SSL না থাকলে বায়ার / ভিজিটরের সেনসিটিভ কিছু তথ্য যেমন – তার ক্রেডিট কার্ড, তার ঠিকানা, ইমেইল ইত্যাদি হ্যাকার রা চুরি করে নিতে পারে। তাই আপনাকে আপনার ওয়েবসাইটের MAXIMUM SECURITY নিশ্চিত করতে হবে!

 যার জন্য আপনার ওয়েবসাইট এ SSL certificate লাগবে। এই সার্টিফিকেট টা হলেই আপনার ওয়েবসাইট আক্রমণকারীদের থেকে নিরাপদ থাকবে। এবং ওয়েবসাইটের ভিজিটররাও নিরাপদে ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে।

 

 

3. Down time issue

Down time

 

শুধু ওয়েবসাইটের জন্য উচ্চ গতি সম্পন্ন হোস্টিং হলেই হবে না সেই হোস্টিং এর আপটাইম গ্যারান্টি থাকতে হবে। যদি হোস্টিং এর আপটাইম গ্যারান্টি না থাকে তাহলে আপনার ওয়েবসাইট যেকোনো সময় বন্ধ হয়ে যাবে। এবং অনেক অপেক্ষার পর আবার সেটি সচল হবে। Speed সমৃদ্ধ কিন্তু ওয়েবসাইট ডাউন হওয়ার সমস্যা আছে এরকম হোস্টিং হলে হবে না।

ডাউন ইস্যু অনেক হোস্টিং এই লক্ষ্য করা যায়। এই ডাউন ইস্যু থেকে বাচতে Cloud Hosting সর্বোত্তম হোস্টিং হবে আপনার জন্য। এই হোস্টিং পৃথিবী জুড়ে বিভিন্ন হোস্টিং সার্ভারের সাথে কানেক্টেড থাকে। যার ফলে আপনার কাঙ্ক্ষিত Cloud Hosting provider এর সার্ভার নষ্ট হয়ে গেলেও আপনার কাছাকাছি থাকা একটি হোস্টিং সার্ভারের মাধ্যমে আপনার ওয়েবসাইট লাইভ থাকবে ফুল ২৪ ঘন্টা। শুধু ডাউন ইস্যু এড়াতে এই হোস্টিং বিখ্যাত নয় বড়ং অসাধারণ Speed visitor and buyer দের দিতেও ক্লাউড হোস্টিং এর বিকল্প নেই।

 

4. Taking the Correct Web Hosting.

Best web host

আপনার বাজেট আনুযায়ি সঠিক হোস্টিং সম্পর্কে জেনে তারপর ওয়েবসাইট শুরু করা উচিত। একটি ব্যবসায়ীক ওয়েবসাইটের জন্য Cloud Hosting ই সবচেয়ে ভালো হবে। Cloud Hosting বিশ্বের নামি – দামি সকল কোম্পানি ব্যবহার করে। Cloud Hosting যেহেতু সবচেয়ে ভালো সার্ভিস দেয় সেহেতু এর দাম ও অনেক বেশি। কথায় ই আছে – ভালো জিনিসের দাম সবসময় বেশিই হয়। তবে অনেকেই Cloud Hosting এর উচ্চ দামের জন্য কিনতে পারে না।

 

তবে এরও একটা দারুন সমাধান আছে! আপনি চাইলেই খুবই বহনযোগ্য দামে https://amarhoster.com থেকে Cloud Hosting কিনতে পারবেন!! সাথে প্রথমে ফ্রি ট্রায়াল ও নিতে পারবেন। শুধু তাই নয় AmarHoster.com থেকে ক্লাউড হোস্টিং নিলে আপনি যত টুকু হোস্টিং ব্যবহার করবেন ঠিক ততটুকু হোস্টিং ব্যবহারের জন্য আপনাকে পে করতে হবে ! প্রথম মাস ফ্রি তে হোস্টিং ব্যবহার করতে পারবেন। পরের মাস থেকে আপনাকে ইনভয়েস পাঠানো হবে। তখন আপনি পেমেন্ট করতে পারবেন।

মূলত বাংলাদেশে AmarHoster ই প্রথম নির্ভরযোগ্য Cloud Hosting Provider Company যারা এই সিস্টেম টা অর্থাৎ Pay as you Go সিস্টেম দিয়ে Cloud Hosting প্রদান করে থাকে।

Cloud Hosting
Cloud host

 

যারা ব্যবসায়ীক ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমারহোস্টার থেকে Cloud Hosting বহনযোগ্য দামে কিনে ওয়েবসাইট শুরু করতে পারেন। আর একটা বিষয়, ওয়েবসাইট শুরু করার সময় .Com ডোমেইন দিয়ে শুরু করলে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পছন্দ করবে। কারণ  .com ডোমেইন টা খুব জনপ্রিয় একটি ডোমেইন নেম এবং সহজেই টাইপ করে ওয়েবসাইটে ঢুকা যায়। বর্তমানে অন্যান্য কোম্পানি .com ডোমেইন 800 টাকার ও উপরে দাম চাচ্ছে। কিন্তু AmarHoster থেকে যদি আপনি .com ডোমেইন নেন তাহলে আপনি 499 টাকায় নিতে পারবেন !! বর্তমানে আমারহোস্টার  এ একটি special discount এর জন্য  .com domain 499 টাকায় দেওয়া হচ্ছে। সাথে ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন।

 

 

তাই এই আকর্ষণীয় সুযোগ মিস না করে এখনি AmarHoster থেকে ডোমেইন – হোস্টিং কিনে আপনার ওয়েবসাইট শুরু করে দিন। 🤩

Leave a Comment