আমারহোস্টার থেকে ডোমেইন-হোস্টিং কিভাবে কিনবেন?

আমারহোস্টার থেকে অনেকে ডোমেইন এবং হোস্টিং অর্ডার করতে সমস্যার সম্মুখীন হন। সেই জন্য আজকের এই পোস্টে কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করতে হয় তা আমরা দেখবো।

 

তো ডোমেইন-হোস্টিং অর্ডার করার জন্য আপনি চাইলে আপনার ফোনের ব্রাউজার থেকে আমারহোস্টার.কম বা https://amarhoster.com/ থেকে অর্ডার করতে পারবেন। অথবা গুগল প্লে স্টোর থেকে আমারহোস্টার.কম এর এন্ড্রয়েড অ্যাপ টা ডাউনলোড করে ওই অ্যাপ থেকে করতে পারবেন। এতে করে বার বার ব্রাউজারে যাওয়ার কোনো দরকার হবে না। ইউজার প্যানেল এবং সিপ্যানেল দুইটাই ওই অ্যাপে পেয়ে যাবেন। অ্যাপ লিংক – https://play.google.com/store/apps/details?id=app.amarhoster.com

তো অ্যাপ টাতে প্রবেশ করুন।

আমারহোস্টার

এরপর নিচে দেখতে পাবেন প্যানেল নামে একটি অপশন ওখানে ক্লিক করুন।

আমারহোস্টা.কম

তারপর Register এ ক্লিক করুন।

আমারহোস্টার

এখানে আপনার নাম, ফোন নং, ইমেইল ইত্যাদি দিন।

আমারহোস্টার.কম

তারপর এখানে আপনার ঠিকানা টা দিন।

আমারহোস্টার

 

সবশেষে পাসওয়ার্ড টা দিন এবং বক্স এ টিক মার্ক দিয়ে Procced এ ক্লিক করুন।

আমারহোস্টার.কম

এরপর এরকম দেখতে পাবেন।

আমারহোস্টার

আপনার ইমেইল এ চলে যান।

আমারহোস্টার.কম

দেখবেন যে আমারহোস্টার থেকে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে। মেইল টাতে প্রবেশ করুন। এবং ভেরিফিকেশন লিংক এ ক্লিক করুন।

আমারহোস্টার

আমারহোস্টার.কম

এইরকম আসবে। এর মানে হলো আমাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে গিয়েছে।

আমারহোস্টার.কম

এরপর আবার আমারহোস্টার অ্যাপ এ ফিরে যান।

আমারহোস্টার

এবং এখন আপনার পছন্দ মতো একটি হোস্টিং প্যাক বাছাই করে সেটাকে অর্ডার করুন।

amarhoster

amarhoster

তারপর ডোমেইন রেজিঃ এর পেজ চলে আসবে। যদি ডোমেইন ও কিনতে চান তাহলে প্রথম বক্স এ ডোমেইন এর নাম লিখে নিচের বক্স থেকে ডোমেইন এর এক্সটেনশন টা সিলেক্ট করুন। এবং check এ ক্লিক করুন। আর আপনার কাছে যদি আগে থেকেই কোনো ডোমেইন থাকে তাহলে আপনি সেটার ডিএনএস পালটিয়ে ব্যবহার করতে পারবেন। আগের ডোমেইন ব্যবহার করতে 3 নাম্বার এর অপশন টা সিলেক্ট করবেন। অর্থাৎ I will use my exiting domain and update name server টা সিলেক্ট করবেন।

domain

ডোমেইন রেজিঃ করার পরে এভেইলেবল থাকলে এমন দেখাবে। add to cart এ ক্লিক করুন।

hosting

 

এইরকম পেজ আসবে।

domain

একটু scroll করে Asia সিলেক্ট করুন।

amarhoster

আরো নিচে এসে Checkout এ click করুন।

আমারহোস্টার.কম

এরপর এমন পেজ আসবে। নিচে প্রোমো কোড বসানো যাবে। ডোমেইন এই সকল প্রোমো কোড দেখতে ভিজিট করুন – https://domains.amarhoster.com/

প্রোমো কোড থাকলে বসাবেন।

ডোমেইন

ডোমেইন

ডোমেইন

এরপর একদম নিচে scroll করে এসে বক্স এ টিক মার্ক দিয়ে checkout এ click করুন।

ডোমেইন

 

এবার সব কিছু ঠিক থাকলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে।

how to buy

এবার আপনি আপনার পছন্দের মেথডে পেমেন্ট করলেই অটোমেটিক ভাবে সব সার্ভিস বা ডোমেইন-হোস্টিং একটিভ হয়ে যাবে।

how to buy

আর পেমেন্ট করতে না পারলে আমারহোস্টার.কম এ গিয়ে এই নিয়ে একটা মেসেজ পাঠান তাহলে আমারহোস্টার সাপোর্ট টিম আপনাকে সহায়তা করবে।

Leave a Comment