৬৫০ টাকা বাজেটে সেটাপ করুন ফুল ব্লগ ওয়েবসাইট !

বর্তমান সময়ে কম খরচে ভালো ডোমেইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা খুব টাফ একটা বিষয় ! একটি ভালো মানের ওয়েবসাইট বানাতে অবশ্যই বাজেট ও ভালো থাকতে হয়। কিন্তু অনেকেরই দেখা বাজেট একটু কম থাকে ফলে তারা প্রোপারলি একটি ওয়েবসাইট তৈরি করতে পারে না।

আর তাই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে মাত্র ৬৫০ টাকা বাজেটে আপনি একটি ফুল ব্লগ ওয়েবসাইট অথবা একটি ছোট টেক ফোরাম ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারেন। এই ওয়েবসাইটের মেয়াদ হবে ১ বছর। অর্থাৎ ফুল ডোমেইন এবং হোস্টিং সহ টোটাল ৬৫০ টাকা লাগবে। পরে আপনি আবার এই ডোমেইন, হোস্টিং চাইলে খুব সহজেই রিনিউ করতে পারবেন।

 

মরা ওই ডোমেইন এবং হোস্টিং টা মূলত amarhoster.com থেকে নিবো। তাহলে বাজেটের মধ্যেই অনেক ভালো হোস্টিং পেয়ে যাবো।

 

আপনি এই স্বল্প বাজেট দিয়ে ওয়েবসাইট তৈরি করে গুগল এ্যাডসেন্স অথবা অন্যান্য যে কোনো Ads Network ব্যবহার করে সেই ads আপনার সাইটে ভিজাটর দের দেখানোর মাধ্যমে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

 

৬৫০ টাকার ১ বছরের ওয়েবসাইট প্ল্যান

এই প্ল্যানটি সেট আপ করতে আপনার দরকার – “আমারহোস্টার.কম” থেকে ৪৯৯ টাকার হোস্টিং প্যাকেজ। যেটার লিংক – https://amarhoster.com/budget- hosting/

তো এইখান থেকে এই হোস্টিং প্যাকেজ টা কিনবেন। তারপর আমারহোস্টার থেকে একটি .PW  ,  .LINK ,   .FUN  ,   .SPACE   এই কয়েকটা ডোমেইন এর মধ্যে থেকে একটি ডোমেইন কিনতে হবে। আপনি এই সমস্ত ডোমেইন গুলো ছাড়াও আপনার পছন্দের একটি ডোমেইন অনেক কম দামে কিনতে পারবেন https://domains.amarhoster.com/ থেকে। এই ডোমেইন এর অফার গুলো অনেক সীমিত সময়ের জন্য। এখন না নিলে পরে নাও পেতে পারেন তখন আপসোস করে কিছু হবে না।

 

আপনি যদি উপরোক্ত ডোমেইন গুলো ছাড়া অন্য ডোমেইন নেন তাহলে আপনার খরচ 650 টাকার বেশি পড়বে।

 

একটি কথা –

আমারহোস্টারের এই 499 টাকার প্যাকেজ টা একবারেই ফুল পেমেন্ট করে নিতে হবে। এই প্যাকেজে মাসিক বিল নেওয়ার সিস্টেম নেই।

আর অনেকের কাছে এই হোস্টিং প্যাকেজ এর এত দাম নিয়ে প্রশ্ন থাকতে পারে। কম হওয়ার মানে এই না যে, আপনারা সার্ভিস খারাপ পাবেন! আমারহোস্টারের সৌজন্যে রয়েছে ইন্টারনেটের কিছু বড় কোম্পানি। তাই আপনি আমারহোস্টারের যেকোনো হোস্টিং প্যাকেজ এ নিরবচ্ছিন্ন এবং উচ্চ গতির স্পীড সব আরো অনেক কিছু পেয়ে যাবেন।

 

এছাড়াও বাংলাদেশে সর্বপ্রথম PPU Cloud Hosting Technology নিয়ে এসেছে AMARHOSTER ! PPU এর পূর্ণরূপ হলো pay as you go. এর মানে হলো আপনি যদি ক্লাউড হোস্টিং নেন তাহলে আপনাকে শুধুমাত্র সেই টুকু হোস্টিং এর জন্যই পেমেন্ট করতে হবে যতটুকু আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যদি কোনো মাসে শুধুমাত্র 5-6 MB ব্যান্ডউইথ এবং অন্যান্য সব ব্যবহার করেন তাহল শুধুমাত্র ওই টুকুর খরচ ই পেমেন্ট করতে হবে। আর আপনি cloud hosting নিলে প্রথম মাস ফ্রি অর্থাৎ কোনো পেমেন্ট করা ছাড়াই ব্যবহার করতে পারবেন! এবং পরের মাস থেকে বিল দিতে হবে।

 

তো আপাতত ক্লাউড হোস্টিং এর আলোচনা থাক, আসুন আমরা জেনে নিই বাজেট ফ্রেন্ডলী ওয়েব হোস্টিং তথা ৪৯৯ টাকা বাৎসরিক ওয়েব হোস্টিং প্ল্যান এ আপনি যা পাবেন –

  • মাসিক আনলিমিটেড ব্যান্ডউইথ ! ফলে আপনার ওয়েবসাইট অনেক বেশি চাপ সহ্য করতে সক্ষম হবে।
  • সবথেকে ভালো নিরাপত্তা ব্যবস্থা। এবং যেকোনো প্রয়োজনে আমারহোস্টারের সাপোর্ট টিম এবং ডেভেলপার টিম এর সহায়তা পাবেন।
  • হোস্টিং প্যাকেজ এর ৯৯.৯ শতাংশ আপটাইম এর গ্যারান্টি প্রদান করা হবে। ফলে ওয়েবসাইট ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
  • থাকছে ওয়েবসাইটের ব্যাকাপ ! আপনি আপনার কোনো প্রয়োজনে সাপোর্ট টিম এর সাথে কথা বলে ব্যাকাপ খুব সহজেই করে নিতে পারবেন।
  • ফ্রি আনলিমিটেড SSL Certificate. অর্থাৎ আপনার ওয়েবসাইট https:// এ দেখাবে। সাপোর্ট টিমের সাথে কথা বলে সেট করে নিতে পারবেন।
  • আনলিমিটেড ডাটাবেজ !

এসব সহ আরো অনেক প্রয়োজনীয় ফিচার গুলো বাজেট ওয়েব হোস্টিং এ পাবেন। বিগিনার হিসেবে শুরু করার জন্য এই প্যাকেজ টা একদম ই পারফেক্ট !

ডোমেইন এর বিষয়

উপরে বেশ কয়েকটি সুন্দর এবং কোয়ালিটিফুল ডোমেইন এর নাম বলেছি যেগুলো ব্যবহার করলে আপনি ৬৫০ টাকার মধ্যে আপনার ফুল কমপ্লিট সাইট রেডি করতে পারবেন।

-.PW,-.SPACE,-.LINK,-.FUN এইসব ডোমেইন গুলো অন্যান্য প্রোভাইডার দের থেকে নিলে আপনার খরচ অনেক বেশি লেগে যাবে। কিন্তু আমারহোস্টার দিচ্ছে একটি দারুণ অফার। এইসকল ডোমেইন এর নেওয়া যাবে প্রোমো অফারের মাধ্যমে। আপনি প্রোমো কোড গুলো Apply করে ডোমেইন গুলো খুব কম টাকায় নিতে পারবেন। ডোমেইন এর প্রোমো সকল প্রোমো কোড এর জন্য ভিজিট করুন – https://domains.amarhoster.com/ এ। সেখান থেকে আপনার পছন্দের ডোমেইন নেম টার প্রোমো কোড টি দেখুন এবং অ্যাপ্লাই করুন।

.fun

 

.fun

 

.link

 

ডোমেইন নেম বাছাই করার পরে https://panel.amarhoster.com/register.php তে গিয়ে আমারহোস্টার এ রেজিঃ করুন। এবং ইমেল ভেরিফিকেশন ইত্যাদি সব করে রাখুন।

অর্ডার কিভাবে করবেন?

প্রথমে আপনার ইউজার প্যানেলে লগিন করুন।

User pannel

তারপর Scroll করে নিচে চলে আসুন এবং order New service এ click করুন।

Order new

এরপর

Budget hosting

Clou

 

তারপর Order now

এরপর ডোমেইন এর পেজে রিডিরেক্ট হবেন। ডোমেইন এর একটা ইউনিঈ নাম দিয়ে check করুন।

Domain registet

তারপর Add to cart –

Add to cart

এরপর প্রোমো apply করুন।

apply promo

এবং চেক আউট করুন। দেখবেন ডোমেইন এবং হোস্টিং মিলে 600 টাকার মতো হবে মাত্র ! 🤩

558 tk

এরপর পেমেন্ট টা কনফার্ম করুন। তারপর অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনার ডোমেইন – হোস্টিং ইন্সট্যান্ট একটিভেট হয়ে যাবে।

Payment

অর্ডার সাকসেসফুলি কনফার্ম করার পরে আপনার হোস্টিং ডোমেইন একটিভেট হয়ে যাবে। তারপর আপনাকে সিপ্যালের একসেস দেওয়া হবে। আপনি সিপ্যাল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিবেন। ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করতে হয় তা নিয়ে এই ব্লগ এ পোস্ট পেয়ে যাবেন। ওটা দেখে ইন্সটল করতে পারেন।

আর যেকোনো সহায়তায় আমারহোস্টার টিম কে জিজ্ঞাসাবাদ করবেন।

 

 

Leave a Comment